
আগামীকাল শনিবার সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ দিন পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও দুই পৌর সভায় ১ লাখ ৬৪ হাজার ৩৭৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানাে হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৯ হাজার ৪৭৫ জন শিশুকে একটি করে নীল রংয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৪৪ হাজার ৯শ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানাে হবে।
৩০ মে, বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়ােজিত এক প্রেস ব্রিফিং-এ গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মােস্তফা জামান চৌধুরী।
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে জেলায় ১ হাজার ৭৭টি কেন্দ্রে ২ হাজার ১৫৪ জন স্বেছাসেবী নিয়ােজিত থাকবেন।
এসময় জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার বক্তব্য দন। এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/বিপ্লব/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]