বিষধর সাপের ছোবলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের আকবর আলীর স্ত্রী।
২৮ মে, মঙ্গলবার বিকেলে উপজেলার ঈশ্বরবা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঈশ্বরবা গ্রামের মধ্যে দোকান পরিচালনা করেন আনোয়ারা ও আলী দম্পতি। সেখানে পেঁয়াজু, চপ, বেগুনি ও চা বানিয়ে বিক্রি করেন তারা। মঙ্গলবার দুপুরে চুলা জ্বালাতে দোকানের এক পাশে স্তূপ করে রাখা খড়ি আনতে যান আনোয়ারা। এ সময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]