
দিনাজপুরের হাকিমপুর হিলিতে চলতি বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করার লক্ষ্যে উপকারভোগী কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।
২৭ মে, সোমবার বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কার্যালয়ে উন্মুক্ত লটারির মাধ্যমে ৩৫৭ জন কৃষক নির্বাচন করা হয়।
উন্মুক্ত লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হারুন উর রশিদ হারুন।
এ সময় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান, জোসেফ হাসদা, সমাজসেবা অফিসার মাসুদ রানা, প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ, ব্যবসায়ী গনেশ বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় জানান, উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার বাছাইকৃত কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে ৩৫৭ জনকে নির্বাচন করা হয়। এছাড়া অপেক্ষমাণ তালিকায় ৩০ জন রাখা হয়েছে। নির্বাচিত কৃষকরা সর্বোচ্চ ২ মেট্রিক টন করে ধান সরকারি গোডাউনে দিতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ধান পাওয়া না গেলে অপেক্ষমাণ তালিকার কৃষকের কাছ থেকে নেওয়া হবে। এরপরও না পাওয়া গেলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান তিনি।
খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে উপজেলায় ধান সংগ্রহ অভিযানে ৩২ টাকা কেজি দরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ হাজার ৭২ মে.টন। লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/রব্বানী/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]