নবাবগঞ্জে বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১৬:৫১
নবাবগঞ্জে বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহে দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে।


২৭ মে, সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উন্মুক্ত লটারি উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।


এসময় নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার তাপস কুমার রায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম, ভাদুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান দাউদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমা নাছরিন কৃষক প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


নবাবগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল ইসলাম জানান, উপজেলায় বোরো কৃষকের সংখ্যা ১৯ হাজার ৩০২ জন। এর মধ্যে লটারির মাধ্যমে ৯২৭ জন কৃষককে নির্বাচন করা হয়। যারা সরকারি খাদ্য গুদামে প্রতিজন সর্বোচ্চ ২ মে. টন করে ধান সরবরাহ করতে পারবে।


এছাড়া ৩০% কৃষকের নাম অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। নির্বাচিত কোন কৃষক ধান সরবরাহে ব্যর্থ হলে অপেক্ষমাণ তালিকায় থাকা কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com