
আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য ৩য় ধাপের খানসামা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ৫৭টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়েছে।
২৭ মে সোমবার উপজেলা পরিষদ মাঠে ৮৩৫ জন আনসার সদস্যদের এই ব্রিফিং দেওয়া হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হোসেন আরা বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউএনও মো. তাজ উদ্দিন, উপজেলা আনসার প্রশিক্ষক আহসান হাবিব প্রমুখ।
ইউএনও মো.তাজউদ্দিন বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও উৎসবমুখর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য সকলের সহযোগিতা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিবার্তা/জামান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]