গোবিন্দগঞ্জে ৮ ৮৮৪ পিস ট্যাপেনটাডলসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১৩:২৪
গোবিন্দগঞ্জে ৮ ৮৮৪ পিস ট্যাপেনটাডলসহ মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮ ৮৮৪ পিস ট্যাপেনটাডল জব্দ করেছে র‍্যাব। এ সময় মোতাহার আলী (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


শনিবার (২৬ মে) রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


গ্রেফতার মোতাহার আলী গোবিন্দগঞ্জ উপজেলার কুড়ি পাইকা গ্রামের সালজার রহমানের ছেলে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৬ মে) বিকেলে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোবিন্দগঞ্জের গোমানীগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা এলাকা থেকে মোতাহার আলীকে গ্রেফতারসহ তার কাছে থাকা নেশা জাতীয় ৮ হাজার ৮৮৪ পিস ট্যাপেনটাডল জব্দ করা হয়। এ সময় কনক মিয়া (২২) নামের আরেক কারবারি পালিয়ে যায়।


রাতে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মোতাহার আলী দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com