কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১২:৫০
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার চৌদ্দগ্রামে আমারগন্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মিলন (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।


২৭ মে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন তথ্যটি নিশ্চিত করেছেন


নিহত ট্রাকচালক সাতক্ষীরা জেলার দেবহাটা থানার গরিয়া ডাঙ্গা গ্রামের মৃত আনসার গাজীর ছেলে।


পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ফল বোঝাই পিকআপ গাড়িটি চলন্ত অবস্থায় সামনে থাকা অজ্ঞাতনামা অপর একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ড্রাইভার মিলন গুরুতর আহত হয়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয় জনতার সহযোগিতায় গুরুতর আহত পিকআপ চালক মিলনকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। নিহত ট্রাকচালকের লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ট্রাকচালক মিলনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com