ফুলছড়িতে নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১৯:০৮
ফুলছড়িতে নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার বসতবাড়ি, আবাদি জমি এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে দুই ইউনিয়নের বাসিন্দারা।


২৬ মে, রবিবার দুপুরে এসকেএস ক্রিয়া প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে পরিচালিত প্রকল্পের উদ্যোগে ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি, পিপুলিয়া গ্রাম ও ফজলুপুর ইউনিয়নে মধ্য খাটিয়ামারি গ্রামে নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থার দাবিতে ভাঙন কবলিত নদীর তীরে নারী-পুরুষ, শিশু বৃদ্ধসহ ২ শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে এ এলাকায় অবস্থিত চর পেপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেপুলিয়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পেপুলিয়া, টেংরাকান্দি, বাজে ফুলছড়ি, দেলুয়াবাড়ি, পশ্চিম খাাটিয়ামারি, চন্দনস্বর গ্রামের ফসলি জমি ও ঘরবাড়ি ভেঙে যাবে। তারা দ্রুত নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন।


মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য খইমুদ্দিন, সহকারী শিক্ষক আব্দুল হালিম, এসকেএসের প্রকল্প কর্মকর্তা সুলতানা বাহার, রবিরন বেগম, মর্জিনাসহ অনেকে।


বিবার্তা/খালেক/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com