হিলিতে পুলিশের অভিযানে আটক ১৯ মাদকসেবী
প্রকাশ : ২৬ মে ২০২৪, ১৭:০৭
হিলিতে পুলিশের অভিযানে আটক ১৯ মাদকসেবী
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ২৪ ঘন্টায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মাদক স্পট থেকে ১৯ মাদকসেবিকে আটক করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।


শনিবার (২৫ মে) হাকিমপুর থানা পুলিশ বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে।


২৬ মে, রবিবার দুপুরে বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন।


এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, এসআই আরিফ হোসেন, সাদ্দাম হোসেন, শামীম হোসেন, এএসআই হাফিজুর রহমান প্রমুখ।


আটককৃতরা হলেন দিনাজপুরের হাকিমপুর থানার মিন্টু মিয়া (৪২), মাসুদ রানা (৩৮), শাহিন মিয়া (২৫), রিপন মিয়া (৩৯), সুজন মিয়া (৫০), রাজু আহমেদ (৪৫), সোহেল (২৭), শফিকুল (২৯), গোলজার (৫৩), মাসুদ রানা (৪০), সজিব (২৪), মেহেদী হাসান (২৮), আজিজুল ইসলাম (৬০), জেলার ঘোড়াঘাট থানার ছানারুল (২৬), বিরামপুর থানার সুসান্ত কুমার (৪০), বকুল হোসেন (৩০), নীলফামারী জেলার সৈয়দপুর থানার মুরাদ হোসেন (৪৫) ও বগুড়া জেলার কাহালু থানার মুকুল হোসেন (৩৮)।


হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন বলেন, হাকিমপুর (হিলি) থানা একটি সীমান্তবর্তী থানা। এই থানাকে শতভাগ মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপার ও হাকিমপুর ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপির দিক নির্দেশনা মোতাবেক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে গতকাল রাতদিন ২৪ ঘন্টা থানার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে মাদকসেবীদের আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আজ বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।


তিনি আরও বলেন, চলতি মে মাসের ২৫ তারিখ পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ড ও বিভিন্ন মেয়াদের ৯ জন সাজাপ্রাপ্ত আসামিসহ ৬৩ জনকে আটক পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও চলতি মে মাসে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি রুজু করা হয়েছে। ভবিষ্যতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com