
মোংলায় সেচ্ছাসেবী সংগঠন মাতৃছায়ার উদ্যোগে শ্যালা নদীর পানি প্রবাহ স্বাভাবিক, দূষণমুক্ত রাখতে নদীর ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে নদী পরিষ্কারের কাজ শুরু করেছে ।
২৪মে, শুক্রবার সকাল থেকে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শ্যালা নদীতে মাতৃছায়া নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শুরু করা হয়।
সংগঠনের সভাপতি তুহিন হালদার ও সাধারণ সম্পাদক শিবনাথ রায়ের সঞ্চালনায় ৬০ জন সদস্যের একটি দল শ্যালা নদীর দূষিত ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু করে।
উপজেলার দিগরাজ বাঁশবাজার থেকে এ খালটি মোংলা নদীর সাথে সংযুক্ত রয়েছে। খালে দীর্ঘদিন ধরে বেগুন্দি জাল পেতে রাখায় ও নদীর দু’পাশে বসবাসকারীরা ময়লা আবর্জনায় ফেলে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে । শ্যালা নদীতে দেখা মিলছে না আগের মতো খরস্রোত। নদীর দুপাশ থেকে দখল করে গড়ে উঠছে বসতবাড়ি। নদীতে ফেলা হচ্ছে মলমূত্র থেকে শুরু করে সকল ধরনের ময়লা আবর্জনা।এতে নদীর পানিতে নামতেই শুরু হয় চুলকানি। নদীর নাব্যতা রক্ষায় সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে একই সাথে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এলাকাবাসীর নিকট জোর দাবি জানিয়েছেন।
বিবার্তা/জাহিদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]