
লালমনিরহাটের পাটগ্রামের কালিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাকেশ হোসেন (৩০) নামে ভারতীয় এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে) পাটগ্রাম উপজেলার কালিরহাট সীমান্তের প্রধান পিলার ৮৫৭ এর ৬ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত রাকেশ ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পুর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে।
সীমান্তবাসী জানান, কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলাবের কাছে ভারতে অভ্যন্তরে উত্তর টেপুরগাড়ী এলাকায় মিরাপ্পা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ভারতীয় নাগরিক রাকেশ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে বিএসএফ সদস্য ওই যুবকের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ এর তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বলেন, ভোরে সীমান্তে কয়েক রাউন্ড গুলি হয়েছে। তাদের গুলিতে ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। সীমান্তে গুলির ঘটনায় আমরা বিএসএফকে প্রতিবাদ জানিয়েছি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]