
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে
ছিল কেক কাটা, আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণ।
বুধবার (২২মে) সন্ধ্যায় নড়াইল পৌরসভার গাড়চুরা উপশহর বাজারে আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় আওয়ামী মৎস্যজীবী লীগ নড়াইল জেলা শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এইচ সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন ।
জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি সঞ্জয় কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভুট্টো, সাংগঠনিক
সম্পাদক আব্দুর রহমান, সমাজ সেবক সাইফুর রহমান বিশ্বাস, ওমর ফারুক, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আওয়ামী লীগ সহ
অঙ্গসংগঠন সাংগঠনিকভাবে এগিয়ে চলেছে। আওয়ামী মৎস্যজীবী লীগের দলীয় কর্মকাণ্ড শক্তিশালী হলে আওয়ামী লীগের শক্তি বাড়বে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে অতিথিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]