কাল থেকে শুরু হচ্ছে ‘নোয়াখালী কবিতা উৎসব’
প্রকাশ : ২২ মে ২০২৪, ১৯:০৩
কাল থেকে শুরু হচ্ছে ‘নোয়াখালী কবিতা উৎসব’
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘কবিতার জাগরণ উপকূলে আমরণ’ এই স্লোগানে নোয়াখালীতে কাল (২৩ মে) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘নোয়াখালী কবিতা উৎসব’।


জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই উৎসবে জাতীয় পর্যায়ের আমন্ত্রিত কবি, ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর কবি এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভারতের কবিরা অংশ নিবেন।


উৎসব উপলক্ষ্যে ২২মে, বুধবার সকালে জেলা শহরের মৌমাছি কচি কাঁচার মেলা ভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে নোয়াখালী কবিতা উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক কবি বদরুল হায়দার জানান, বৃহস্পতিবার বিকেল ৩টায় শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত ও নোয়াখালীর আঞ্চলিক গান পরিবেশনের মধ্যদিয়ে দুই দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।


উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরীকে।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম এমপি। সভাপতিত্ব করবেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. দিদার উল আলম।


উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে রয়েছে সেমিনার, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নোয়াখালী কবিতা উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক কবি বদরুল হায়দার, যুগ্ম আহ্বায়ক কবি মিন্টু সারেং, কবি প্রত্যয় জসীম ও উৎসবের নোয়াখালী জেলা সমন্বায়ক কবি সাংবাদিক জামাল হোসেন বিষাদ।


অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্‌যাপন পরিষদের সদস্য কবি মশিউর রহমান মসী, কবি অভিলাষ দাস, কবি মহিউদ্দিন চৌধুরী মোহন, কবি ফিরোজ শাহ প্রমুখ।


বিবার্ত/ইকবাল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com