
দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় ডালিম (২৪) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
২১ মে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার রামডুবি মোড়ে দিনাজপুর-রংপুর মহাসড়কে মোটরসাইকেল চালিয়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বাইক আরোহীর।
নিহত ডালিম উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের পারগাঁও এলাকার বাসিন্দা রামপ্রসাদের ছেলে।
দশমাইল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ৩নং ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অভিজিৎ বসাক জানান, আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে রামডুবি মোড়ে দিনাজপুর-রংপুর মহাসড়কের সংযোগ সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে মোটরসাইকেল আরোহী ডালিমের। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের হাতে ন্যস্ত করে স্থানীয় জনতা।
দশমাইল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় কোনোরকম আপত্তি না থাকায় মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। আর স্থানীয় জনতা কর্তৃক আটক ট্রাকটি হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]