
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় সুহেল হাওলাদার (৪৩) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৫ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুহেল হাওলাদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশ্বাপ বলেন, রাজশাহী থেকে আম নিয়ে আসার পথে খুলনা-মাওয়া মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় হ্যামকো ফ্যাক্টরির সামনে পিকআপভ্যানটি বিকল হয়ে যায়।
আম ব্যবসায়ী সুহেল হাওলাদার সড়কে নেমে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। দ্রুতগতির একটি ট্রাক সুহেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]