
নড়াইলের সদর উপজেলার চিত্রা নদীতে গোসল করতে নেমে রাজু শেখ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন।
বুধবার (১৫মে) সকাল সাড়ে ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ রাজু শেখ বরাশুলা গ্রামের সাইফুর রহমানের ছেলে ও স্থানীয় বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার আছরের নামাজের পর রাজু বন্ধুদের সাথে ফুটবল খেলার পর সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী চিত্রা নদীতে সঙ্গীদের সাথে নিয়ে গোসল করতে নামলে নদীতে তীব্র স্রোত থাকায় তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা ও আশপাশ থেকে স্থানীয় লোকজন এসে নদীতে নেমে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধার অভিযান চালায়।
এ ব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা নিশ্চিত হয়ে
খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল রাত ১০ টার দিকে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে তারা ২ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে ও তার সন্ধান পায়নি।
বিবার্তা/শরিফুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]