বিবার্তায় সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার সচল
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৭:২১
বিবার্তায় সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার সচল
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সচল মেশিন বন্ধ দুই সপ্তাহ, সেবাবঞ্চিত সাধারণ রোগী’ শিরোনামে গত ৬ মে বিবার্তা২৪ডটনেট-এ সংবাদ প্রকাশের পর দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় সচল করা হয়েছে অপারেশন থিয়েটার (ওটি)। আর এতেই স্বস্তিতে রোগী ও গর্ভবতী মায়েরা।


জানা যায়, গত ১৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে ডা. মো. হামদুল্লাহ যোগদানের পর অত্যাধুনিক ভবন, সরঞ্জামসহ অপারেশন থিয়েটার (ওটি) ও চিকিৎসক থাকলেও কোন কারণ ছাড়াই গত ২৩ মে থেকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার (ওটি) ও আল্ট্রাসাউন্ড মেশিন বন্ধ থাকলে সেবাবঞ্চিত হয় রোগীরা।


গত ৯ মে ওই কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বের আদেশ বাতিল হওয়ার পর ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল। তিনি দায়িত্ব নেয়ার পর রবিবার (১২ মে) দুইজন গর্ভবতী মায়ের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুনরায় ওটি সচল হয়।


এই সফল অস্ত্রোপচারে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডা. হাসিনা বানু ও অ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবিরসহ সংশ্লিষ্টরা।


ডিএসফ কার্ডধারী মনিরা খাতুন (২০) নামে এক প্রসূতি মা বিবার্তাকে বলেন, হাসপাতালে ওটি বন্ধ থাকায় দুশ্চিন্তায় ছিলাম। প্রাইভেট হাসপাতালে এই অপারেশন করালে অনেক টাকা খরচ হয় ও বাড়তি টেনশন থাকে। কিন্তু জানতে পারি আজ থেকে ওটি সচল হয়েছে তাই নিশ্চিতে হাসপাতালে ওটি করাইলাম। এখন মা ও নবজাতক দুজনেই সুস্থ আছে।


এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুদ্দোহা মুকুল বিবার্তাকে বলেন, অপারেশন থিয়েটার (ওটি) সচল রাখতে আমরা আন্তরিক। তাই সমস্যাগুলো সমাধান করে ওটি পুনরায় চালু করা হয়েছে। সেই সাথে এটি সচল রাখতে ও আধুনিক যন্ত্রপাতি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করা হয়েছে।


বিবার্তা/জামান/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com