
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
১২ মে, রবিবার শ্যামনগর পৌরসভার কাঁঠালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাকিম ওই গ্রামের আব্দুস সুবাহানের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পুকুরে মাছ ধরার জন্য পাম্পের মাধ্যমে পানি সেচ দিচ্ছিলেন হাকিম। সেচ দেওয়া শেষে গোছানোর সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ছিটকে বাড়ির পাকা দেয়ালের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন তিনি। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]