মোংলায় মানব পাচারের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৬:০৪
মোংলায় মানব পাচারের অভিযোগে সংবাদ সম্মেলন
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় মানব পাচারের অভিযোগে বুধবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর ছেলে ও পুত্র বধু।


সংবাদ সম্মেলনে তার পুত্র বধু বলেন, আমার শাশুড়ি লাকি বেগম একজন সহজ সরল এবং লেখাপড়া না জানা ব্যক্তি। প্রায় এক বছর পূর্বে মানব পাচারকারী ফাতেমা আক্তার বকুলের সাথে আমার শাশুড়ির পরিচয় হয়। পরিচয় হওয়ার পর থেকে বিভিন্ন রকম প্রলোভন ও নগদ টাকার লোভ দেখিয়ে তাকে সৌদি আরবে পাঠানোর কথা বলে তার কাছ থেকে কৌশলে ফাতেমা আক্তার বকুল ধাপে ধাপে আনুমানিক দুই লক্ষ টাকা হাতিয়ে নেয়। কিন্তু সৌদি আরবে না পাঠিয়ে তাকে ভারতে বিক্রি করে দেয়।


পরবর্তীতে তার শাশুড়ির কোন খোঁজ না পেয়ে ফাতেমা আক্তার বকুলের নিকট শাশুড়ির কথা জানতে গেলে সে সর্বক্ষণ তাদের সাথে দুর্ব্যবহার, বিভিন্ন রকম তালবাহানাসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি প্রদান করে। ফাতেমা আক্তার বকুল খাদিজা বেগমের নামে চেক প্রতারণার একটি মিথ্যা মামলা দায়ের করাসহ এলাকার অনেক নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছেন।


এ ব্যাপারে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বিষয়টি সঠিকভাবে তদন্ত করে ফাতেমা আক্তার বকুলের দায়েরকৃত অভিযোগ মিথ্যা হওয়ায় মামলা নিতে অনীহা প্রকাশ করেন। ওসি মামলা নিতে অনীহা প্রকাশ করলে ফাতেমা আক্তার বকুল ক্ষিপ্ত হয়ে ওসিসহ তাদের মানসম্মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন দফতরে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।


জাহিদ রানা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com