যশোরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে কলেজছাত্র হত্যা
প্রকাশ : ১২ মে ২০২৪, ১৪:৪৮
যশোরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে কলেজছাত্র হত্যা
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোর সদরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নূর হোসেন নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা।


শনিবার (১১ মে) রাত ১০টার দিকে সদরের শংকরপুর আকবরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত নূর হোসেন আকবরের মোড় এলাকার নজরুল মোল্লার ছেলে। তিনি আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র।


কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতের স্বজনরা জানান, শুক্রবার (১০ মে) শংকরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পরে স্থানীয়রা মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তারপরও বিরোধের রেশ থেকে যায়। শনিবার রাতে শংকরপুর চোপদারপাড়া এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক এসে নূরকে ছুরিকাঘাত করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। এ সময় আশপাশের লোকজন এসে নূরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানে নেয়ার পথে নূর মারা যান।


ওসি আব্দুর রাজ্জাক বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে কলেজছাত্র খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com