
সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
৯ মে, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ওই কিশোরের নাম শিমুল হোসেন (১৪)। সে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের ইছার আলী ছেলে।
নিহতের মা শিরিনা পারভীন জানান, শিমুল হোসেন বাড়ির পাশের খালে মাছ ধরতে যাওয়ার কিছু সময়ের মধ্যে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে সে বজ্রপাতের কারণে মারা যায়।
স্থানীয়রা জানান, বৃষ্টি থেমে গেলেও ছেলে বাড়িতে না আসায় শিমুল হোসেনের মা শিরিনা পারভীন খোঁজ নিতে গিয়ে দেখেন, তার ছেলে নদীর পাড়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তার ডাক-চিৎকারে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে খবর দেন। ওই চিকিৎসক শিমুলের বাড়িতে এসে তার শরীরের অবস্থা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহিন বলেন, হাসপাতাল থেকে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশ সদস্যরা সেখানে গিয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]