চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রে যেতে বাধা, ইউপি সদস্যের কারাদণ্ড
প্রকাশ : ০৮ মে ২০২৪, ১৩:৫৫
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্রে যেতে বাধা, ইউপি সদস্যের কারাদণ্ড
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থককে মারধর করার অভিযোগে এক ইউপি সদস্যকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্যের নাম আবু সিদ্দিক। একই অভিযোগে আব্দুর রাজ্জাক নামে অপর এক জনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


৮ মে, বুধবার সকাল ১১টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের চণ্ডিপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ।


জানা গেছে, আবু সিদ্দীক কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ১ নম্বর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


তিনি আনারস প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলি মুনছুর বাবুর সমর্থক। পুলিশ হেফাজতে থাকা আব্দুর রাজ্জাকও একই প্রার্থীর সমর্থক।


বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ।


তিনি বলেন, কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাশে ভোটদানে বাধা দেয়ার অভিযোগে আবু সিদ্দিক নামের এক ইউপি সদস্যকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


বিবার্তা/আসিম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com