
গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় জোহরা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহত জোহরা বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর এলাকার সৈয়দ আলীর স্ত্রী।
৭ মে, মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত আইসি আব্দুস শুকুর মিয়া। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জোহরা বেগমের মেয়ে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সেই মেয়েকে ঢাকার বাসে উঠে দিতে অটোভ্যান নিয়ে ধাপেরহাট বাস স্ট্যান্ডে আসেন। মেয়েকে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে অন্য একটি বাসের ধাক্কায় অটোভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান জোহরা বেগম।
এসময় অটোভ্যান চালক জোহরা বেগমের স্বামী সৈয়দ আলী (৬০) ও মানিক মিয়া (৭) নামে এক শিশু আহত হন। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আব্দুস শুকুর মিয়া বলেন, বাবা-মা দুইজনই তাদের মেয়েকে বাসে তুলে দিয়ে ভ্যান নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনায় শিকার হন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। বাসসহ চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]