ঝিনাইদহ-যশোর মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ
প্রকাশ : ০৬ মে ২০২৪, ১৭:৪৫
ঝিনাইদহ-যশোর মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাস্তায় এমন ঢেউ খেলা সচরাচর চোখে পড়বে না। হঠাৎ দেখলে সমুদ্রের ঢেউ বা তরঙ্গ চোখের সামনে ভেসে উঠবে। তবে এটি কিন্তু কোনো আঞ্চলিক সড়ক না। ঝিনাইদহ-যশোর মহাসড়ক এটি। মহাসড়কের ব্যস্ততম বিষয়খালী বাজার এখন যেন মৃত্যু ফাঁদ। ঢেউ খেলানো রাস্তায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।


জানা যায়, বিষয়খালীর বটতলা নামক স্থান থেকে রাকিবের চায়ের দোকান পর্যন্ত ১০০০ থেকে ১২০০ ফুট রাস্তা পার হতে হয় মারাত্মক ঝুঁকি নিয়ে। রাস্তার এমন অবস্থায় চলার পথে বিকল হয় যানবাহন।


মহাসড়কের পাশের চা ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ছিটকে পড়ছে। আর চা বানানো বাদ দিয়ে দৌড়ে তাদের জীবন বাঁচাতে টেনে তোলা হয়। এই দুই সপ্তাহে বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। রাস্তায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও দাবি তার।


এ বিষয়ে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।


বিবার্তা/রায়হান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com