
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
৬ মে, সোমবার দুপুরে উপজেলার দেবপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পয়াল জোস গ্রামের আবু তাহের ও তার ছেলে মামুন।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুর রশীদ বলেন, ওই অটোরিকশায় পাঁচ জন যাত্রী ছিল। পিকআপটি চাঁদপুর থেকে হাজীগঞ্জ যাচ্ছিল। অটোরিকশাটি হাজীগঞ্জ হতে চাঁদপুরমুখী ছিল। পথে দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে হতাহত হন।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]