
"শ্রমিক-মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ" স্লোগানে খাগড়াছড়ি মহান মে দিবস-২০২৪ উপলক্ষে সাধারণ মানুষের মাঝে আখের রসের শরবত বিতরণ করা হয়েছে।
১ মে (বুধবার) সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) র কার্যালয়ে এই উদ্যোগ নেয় সংগঠনটি।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে সহ-সভাপতি দুলাল হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়িপার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। তিনি বলেন, তীব্র এই গরমে অতিষ্ঠ মানুষের পাশে দাঁড়িয়ে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। যার যার অবস্থান থেকে সকলকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি সড়ক পরিবহরন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈকত দেওয়ান, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল ইসমাইল হোসেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, কাউন্সিলর আ. মদিজ, মানিক পাটোয়ারী প্রমুখ।
এতে শ্রমজীবি ৬ শতাধিক মানুষের মাঝে এই আখের রসের শরবত তুলে দেয়া হয়।
বিবার্তা/আল-মামুন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]