
নড়াইলে ২২৩ বোতল ফেনসিডিল রাখার অভিযোগে করা মামলায় চারজন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মোহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব সোনাপুর গ্রামের ফজল আহম্মেদের ছেলে সোহেল রানা, যশোর জেলার কোতোয়ালী থানার পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে রবিউল ইসলাম, একই থানার দাইতলা মোড়ের বাবুর আলী মোল্যার ছেলে সবুজ হোসেন আরমান এবং ওই এলাকার জুলফিকার আলী মোল্যার ছেলে তারেক আজিজ সুজন।
রায় ঘোষণার সময় রবিউল ইসলাম ও সবুজ হোসেন আরমান আদালতে উপস্থিত থাকলেও সোহেল রানা এবং তারেক আজিজ সুজন পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৮ এপ্রিল বিকেলে নড়াইল-যশোর মহাসড়কের সীতারামপুর এলাকা থেকে ২২৩ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম এবং সবুজ হোসেন আরমানকে আটক করে নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। ওই সময় তাদের সঙ্গে থাকা সোহেল রানা এবং তারেক আজিজ সুজন পালিয়ে যান।
এ ঘটনায় ওই দিন রাতেই তাদের নামে নড়াইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। পরে ওই আসামিদের অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘদিন শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ রায় দেন বিচারক।
নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]