
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও হেরোইনসহ সুমন ঢালি (৩৫) নামে একজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
২৪ এপ্রিল, বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্ত সংলগ্ন খারিজারথাক গ্রামে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ তাকে আটক করা হয়। সে একই ইউনিয়নের দক্ষিণ খারিজারথাক গ্রামের মৃত হাকিম ঢালির ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক ও অস্ত্র চোরাচালানের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চিলমারী বিওপি’র টহল দল ১৫৭/২-এস সীমান্ত পিলার হতে ২ কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে খারিজারথাক গ্রামে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন এবং ৯৫ গ্রাম হেরোইনসহ মাদক চোরাকারবারি সুমন ঢালিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ২৫ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]