
রাজশাহীর পদ্মা নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-বাপ্পি হোসেন (১৬) ও মনির হোসেন (২০)।
২১ এপ্রিল, রবিবার দুপুর ১টার দিকে পবা উপজেলার হরুপুর আইবাধের ধারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন ও একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন । বাপ্পি হোসেন এ বছর রাজশাহী কোর্ট অ্যাকাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়। আর মনির পেশায় একজন থাই মিস্ত্রি।
বাপ্পি হোসেনের চাচাতো ভাই আল আমিন বলেন, মনির সাঁতার শেখানোর জন্য বাপ্পিকে পদ্মা নদীতে নিয়ে যান। নদীতে নেমে সাঁতারের এক পর্যায়ে তারা কোনোভাবে নদীতে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রথমে বাপ্পি ও এরপর মনিরের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, মরদেহ উদ্ধারের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]