
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের আট দিন পর বাহাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২০ এপ্রিল, শনিবার বিকেলে উপজেলার বাংড়া গ্রামের বাঁশ ঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বাহাজ উদ্দিন কালিহাতী পৌরসভার কামার্থী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত তিনি বাংড়া ইউনিয়নের ধুনাইল গ্রামে বসবাস করতেন।
পুলিশ জানায়, বাহাজ উদ্দিন গত ১৩ এপ্রিল ফজরের নামাজ পড়ে নিখোঁজ হন। শনিবার (২০ এপ্রিল) বিকালে বাংড়া গ্রামের মদনবাবুর পুকুরে পাশে বাঁশ ঝাড়ে একটি মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কালিহাতী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সাজ্জাদ হোসাইন আদনান জানান, নিহত বাহাজ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]