
বগুড়া সদরে গলাকেটে এক শিশুকে হত্যার ঘটনা ঘটেছে।
১৮ এপ্রিল, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার শশীবদনী হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু বন্ধন সরকার (৫) সদরের পীরগাছা এলাকার রবি দাসের সন্তান। এই ঘটনার দায়ে অভিযুক্ত সুকুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুকুমার শশীবদনী হিন্দুপাড়া এলাকার ঝুমুর দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে শিশু বন্ধনকে হত্যার পর পালিয়ে না গিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে ঘরের এক কোণায় বসে ছিল ঘাতক সুকুমার। কি কারণে হত্যা করা হতে পারে তা নিশ্চিত করে বলতে পরেনি প্রতিবেশীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক শাহিনুজ্জামান শাহীন জানান, আটক সুকুমার হত্যার কারণ সম্পর্কে জানাননি কোনো কিছু। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
এঘটনায় পুরো বগুড়া জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিবার্তা/রেহানুল /সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]