
ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনে তিন চেয়ারম্যানসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
১৫ এপ্রিল, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা নির্বাচন অফিস থেকে এই তথ্য পাওয়া গেছে।
জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার, বর্তমান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি কামাল উদ্দিন মজুমদার এবং বক্সমাহামুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রসুল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শফিকুল হোসেন, ইকরামুল করিম মজুমদার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার ও পরশুরাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত এনামুল করিম মজুমদার বাদলের সহধর্মিণী নিলুফা ইয়াসমিন।
উল্লেখ্য, আগামী ৮ মে পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]