পাহাড়ি জনগোষ্ঠীর আলোর ভুবন স্কুলের ১৬ বছর পূর্তি উদ্‌যাপন
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৫:৪৩
পাহাড়ি জনগোষ্ঠীর আলোর ভুবন স্কুলের ১৬ বছর পূর্তি উদ্‌যাপন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মধুপুরে লালমাটি পাহাড়ে প্রান্তিক জনগোষ্ঠীর আলোর ভুবন স্কুলের ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের
পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ৫০জন ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ তুলে দেন।


শনিবার (১৭মে) দুপুরে উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া আলোর ভুবন স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এতে আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.জুবায়ের হোসেন।


বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক মিনা আহমেদ,মধুপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন,প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর, আয়নাল হক ও আরিফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আলোর ভুবন স্কুলটি সেচ্ছাসেবী অলাভজনক প্রতিষ্ঠান। যা মধুপুরের লালমাটি পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন বলেন পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারের জন্য সরকারিভাবে স্কুলের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করা হবে।


এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের স্পন্দন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com