
খুলনায় তেলবাহী ট্যাংকলরির সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে দুই যাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।
শনিবার (১৭ মে) সকাল সোয়া ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালক ও দুইজন যাত্রী রয়েছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ডুমুরিয়ার খর্নিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শিমুল মন্ডল বলেন, ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে খুলনাগামী মাহিন্দ্রার সঙ্গে খুলনা থেকে চুকনগরগামী তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন।
নিহতদের মধ্যে মাহিন্দ্রাচালক ও ২ যাত্রী রয়েছেন। তবে তাদের কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আরও ৩/৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]