
নাটোরের সিংড়ায় স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি স্বামী মো. আজমল হোসেন (৪০) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
১৪ এপ্রিল, রবিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
১৫ এপ্রিল, সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র্যাব ক্যাম্প থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আজমল হোসেন সিংড়া উপজেলার সুকাস ইউনিয়নের বাইগুনি গ্রামের মওলা শেখের ছেলে।
র্যাব জানান, প্রেম করে বিয়ের চারদিন পর স্ত্রী নুপুর (৩০) কে হত্যার অভিযোগ উঠে স্বামী আজমলের বিরুদ্ধে। ওই দিন আজমলের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত নুপুরের বাবা। মামলার দায়িত্ব প্রদান করা হয় র্যাবকে। মামলার দায়িত্ব পাওয়ার পরেই গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত স্বামী আজমল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়।
পরে রবিবার দিবাগত রাত ১টার দিকে আসামি আজমলকে বগুড়া জেলার শাজাহানপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করেন।
বিবার্তা/রাজু/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]