
বগুড়ার শিবগঞ্জে পুলিশের থেকে পালাতে গিয়ে সিএনজি-প্রাইভেট কারের সংঘর্ষে সিএনজির একজন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় মারাত্বকভাবে আহত হয়েছেন আরও ৪ জন।
১৪ এপ্রিল, রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার রহবল দ্বো-সীমানা এলাকাতে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহত জাহানারা বেগম (৫০) গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম কচুয়া অনন্তপুরের আলিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনার সময় মহাসড়কের রহবল দুই জেলার শেষ সিমানা স্থানে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের চেক পোস্ট পরিচালনা করছিল। এসময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি সিএনজিকে থামানোর জন্য পুলিশ সিগনাল দেয়। সিএনজিটি না থামিয়ে দ্রুত মোড় ঘুড়িয়ে পিছনে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রী জাহানারা বেগম মারাত্বকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এবিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার রহবল দ্বো-সীমানা এলাকায় চেক পোস্ট পরিচালনা করা হয়েছিল। কিন্তু সিএনজিকে কোনো প্রকার ধাওয়া করা হয়নি। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও সিএনজি পুলিশ হেফাজতে আছে।
বিবার্তা/রাহেনুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]