
রংপুরে মাহেন্দ্রের ধাক্কায় শুভ রায় (২৪) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
১২ এপ্রিল, শুক্রবার দুপুরে রংপুর-দিনাজপুর সড়কের দশলেয়শাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ রায় রংপুর সদর উপজেলার লালচাঁদপুর গ্রামের দিলীপ চন্দ্র রায়ের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে বাজার শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন শুভ রায়। এ সময় দিনাজপুর-রংপুর মহাসড়কে দ্রুতগতিতে চলা একটি মাহেন্দ্র ওই ভ্যানকে পেছনে এসে ধাক্কা দেয়। এতে শুভ পেছনে থাকায় সরাসরি তার গায়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মাহেন্দ্র চালককে চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]