
নড়াইল জেলায় মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।
১১ এপ্রিল, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৭টা থেকেই শিশু কিশোর ও বৃদ্ধরা পায়জামা পাঞ্জাবি ও মাথায় টুপি পরে এবং হাতে জায়নামাজ নিয়ে নামাজ আদায় করার জন্য দলে দলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জমাতে হন।
ঈদ জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ওয়াকিউজ্জামান। এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমাজের সকল পেশার মানুষ।
পরে মুসুল্লিরা জেলার পৌর কবরস্থানে যান এবং কবরবাসীর মাগফিরাত কামনা করে দোয়া করেন। এছাড়া ও কালিয়া, লোহাগড়া, নড়াগাতি উপজেলার বিভিন্ন গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।
বিবার্তা/শরিফুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]