
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে চাল, চিনি, সেমাই, তেলসহ নানা সামগ্রী বিতরণ করা হয়েছে ।
৯ এপ্রিল, মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আশ্রয়ণ প্রকল্পের ৭২৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের অংশ হিসেবে বাউসা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন প্রমুখ।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]