বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের অতিরিক্ত চাপ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১০:০৫
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের অতিরিক্ত চাপ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ প্রান্তে যানবাহনের চাপ বেড়েছে। গত কদিনের চেয়ে সোমবার রাত থেকে তুলনামূলক মানুষের চাপ রয়েছে এ পথে। পদ্মা সেতুর সাতটি বুথে নিরবচ্ছিন্ন টোল আদায় অব্যাহত থাকলেও সেতুর টোল প্লাজায় যানবাহনের জটলা দেখা দিয়েছে।


৯ এপ্রিল, মঙ্গলবার সকাল থেকে সরেজমিনে এসব চিত্র দেখা গেছে।


মঙ্গলবার সকাল থেকে মহাসড়কে দেখা গেছে, মোটরসাইকেল, বাস, প্রাইভেটকারে নিজ নিজ গন্তব্যে ছুটছে মানুষ। এদিকে পদ্মা সেতুর টোল প্লাজায় অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারি দেখা গেলেও মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে।


এ বিষয়ে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, সোমবার রাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মঙ্গলবার সকাল থেকে যানবাহনের অধিক চাপ থাকায় টোল প্লাজায় কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। তবে মহাসড়কে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন। কোথাও কোনো বিড়ম্বনা নেই বলেও জানান তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com