
পাবনা সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া এলাকায় অবৈধভাবে সনাতন পদ্ধতিতে ইটভাটা পরিচালনা করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় ওই এলাকায় অবস্থিত মেসার্স এএন্ডবি ব্রিক্সকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া ইটভাটার ড্রাম চিমনী ভেঙে দেয়া হয় ।
৮ ফেব্রুয়ারি, সোমবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনার নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন নাহার শারমীন।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. আব্দুল মমিন।
এসময় উপস্থিত ছিলেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পাবনা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন।
বিবার্তা/পলাশ/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]