
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পিকআপ উল্টে রেহেনা খাতুন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২ শিশুসহ আরও ১৫ জন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
রবিবার (৭ এপ্রিল) রাতে সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা খাতুন লালমনিরহাট সদর উপজেলার দেলোয়ার হোসেনের মেয়ে। পিকআপ উল্টে দুর্ঘটনা কবলিত যাত্রীদের সবার বাড়ি লালমনিরহাট সদর উপজেলায়। ঈদ উদযাপন করতে খোলা পিকআপে বাড়ি ফিরছিলেন তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে ঢাকা থেকে লালমনিরহাটগামী একটি পিকআপ দ্রুত গতিতে এসে সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত হন আরও ১৫ জন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকন উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় ১৬ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন পথেই মারা যান। আর আহত ১৫ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।’
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]