
বগুড়ার কাহালুতে রেদোয়ান (১৬) নামের এক কিশোরকে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাহালু থানা পুলিশ ঘটনা স্থল থেকে রেদোয়ানের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আটককৃতরা হলো, আবুল কাশেম(২১) আবু হাসান(১৭) হৃদয়(১৩) ও রিদয়(১৫)।
শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাতাঞ্জা গ্রামে তারাবিহ নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রেদোয়ান ওই রাতে মসজিদে ৮ রাকাত তারাবি নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে ধানের জমিতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে জমির আইলে ফেলে যায়। রাতেই এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল থেকে রেদোয়ানের মৃতদেহ উদ্ধার করে।
রেদোয়ান ওই গ্রামের আলহাজ মো. মেরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কাহালু থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এই ব্যাপারে কাহালু থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]