
সুন্দরবনে হরিণের মাংস, মাথা ও পাসহ ৩ হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
৬ এপ্রিল, শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি আরো জানান, কোস্ট গার্ড সুন্দরবনের শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে উক্ত এলাকা হতে আনুমানিক ৬০ কেজি জবাইকৃত হরিণের মাংস, ৩টি মাথা, ৮টি পা, ৩টি মোবাইল ফোন ও ১টি কাঠের নৌকাসহ ৩ জন হরিণ শিকারিকে আটক করা হয়।
পরে আটককৃত হরিণ শিকারি ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
বিবার্তা/জাহিদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]