
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (৩০১) ও পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেজিয়া ইসলাম।
৬ এপ্রিল, শনিবার দুপুরে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপাহার শাড়ি বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণের পূর্বে দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় ।
এসময় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য কে. এ দিলকুশা প্রধান বিপ্লবী, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নূর নাহার নূরী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আসমা-উল-হুসনা বক্তব্য রাখেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলার মহিলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা পাঁচ শতাধিক নেতা-কর্মীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।
বিবার্তা/গোফরান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]