
নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মো. মোতালেব (৪৯), আব্দুল মতিন (৩৫) ও মোছা খদিজা বেগম (৩০) কে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। গ্রেফতারের দিন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্য পরিবহনকালে সাধুপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের সাথে থাকা ৩০ কেজি গাঁজা, দুটি মোবাইল ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/জনি/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]