
নাটোরের গুরুদাসপুরে শ্রুতিকটু ও নেতিবাচক শব্দ যুক্ত থাকায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
৩ এপ্রিল, বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২ এর প্রজ্ঞাপনে ওই নাম পরিবর্তনের বিষয়টি জানা যায়।
গুরুদাসপুর উপজেলার ‘পোয়ালশুড়া পাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে নতুন নামকরণ করণ করা হয়েছে ধানসিঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ‘দড়িঁহাঁসমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম পরিবর্তন করে তিতাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ‘পোয়ালশুড়া দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নতুন নামকরণ করা হয়েছে ‘দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
পোয়ালশুড়া পাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা খাতুন জানান, বিদ্যালয়ের নাম পরিবর্তনে তিনি আগ্রহী ছিলেন না। তার পরেও পরিবর্তিত যে নাম দেয়া হয়েছে তাতে তিনি স্বাগত জানান।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জোনাব আলী বলেন, ইতোপূর্বে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে শ্রুতিকটু বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য তালিকা চেয়ে চিঠি পাঠানো হয়। সেই আলোকে গুরুদাসপুরের তিনটি বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে। সরকারের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
বিবার্তা/জনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]