
জয়পুরহাটে এক গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের মামলায় শান্ত চন্দ্র (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
৩ এপ্রিল, বুধবার দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ জানানো হয়। এর আগে গত রাতে নাটোরের সুলতানপুর থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার শান্ত চন্দ্র জয়পুরহাট সদর উপজেলার বড়তাজপুর পাহানপাড়ার নির্মন চন্দ্রের ছেলে।
অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত আসামি ওই নারীকে প্রায় সময় অশ্লীল আচরণ ও কুপ্রস্তাব দিতো। গত ৩১ জানুয়ারি সে সহযোগীদের নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার অনেক খোঁজাখুঁজির পর মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে শান্ত চন্দ্রের বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। পরে আদালতে মামলা দায়ের হলে র্যাব যৌথ অভিযান চালিয়ে শান্তকে গ্রেফতার করে। এরপর তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]