সাতক্ষীরায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৪
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ২২:২১
সাতক্ষীরায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ ৪
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় গ্যাসের চুলা ধরানোর সময় আগুনে চারজন দগ্ধ হয়েছেন।


৩১ মার্চ, রবিবার সকাল সাড়ে ৯টার দিক পুরোনো সাতক্ষীরার মায়ের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দগ্ধ তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত ব্যক্তিরা হলেন পুরোনো সাতক্ষীরা এলাকার গুণীদ্রনাথ মণ্ডল (৬৮), তার স্ত্রী কল্যাণী মণ্ডল (৫৮), তাদের বাড়ির গহপরিচারিকা দেবলা দেবনাথ (৩৫) ও গুণীদ্রনাথের আত্মীয় কালীগঞ্জের নলতা গ্রামের কাকলী সরদার (৫৫)।


গুণীদ্রনাথ মণ্ডল জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে তার স্ত্রী কল্যাণী রান্না করার জন্য গ্যাসের চুলা ধরাতে যান। এ সময় সিলিন্ডারের মুখ থেকে বের হওয়া গ্যাসে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ার পর প্রথমে তার স্ত্রীর কাপড়ে লাগে। তাকে রক্ষায় এগিয়ে গেলে একে একে আত্মীয় কাকলী, গহপরিচারিকা দেবলা দেবনাথ ও তিনি দগ্ধ হন। খবর পেয়ে পার্শ্ববর্তী আনছার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেন। তিনি ছাড়া গুরুতর আহত বাকি তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তারা বর্তমানে ভালো আছেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com