
রাজশাহীতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব ৫।
৩১ মার্চ, রবিবার দুপুরে র্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টায় চন্দ্রিমা থানার মশরইল (বাচ্চুর মোড়) এলাকায় অভিযান চালিয়ে ওই দম্পতিকে গ্রেফতার কর হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (৩১) এবং তার স্ত্রী মোছা. রেশমি আক্তার (৩০)। মুন্না রাজপাড়া থানার চিড়িয়াখানা গেট এলাকার মো. আজাদ আলী ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে মশরইল (বাচ্চুর মোড়) নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হেরোইনসহ মুন্না এবং তার স্ত্রী রেশমি আক্তারকে গ্রেফতার করে র্যাব।
পরে মুন্নার প্যান্টের পকেট থেকে ৩ প্যাকেট ও তার স্ত্রী রেশমীর দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩ প্যাকেট হেরোইন উদ্ধার করে র্যাব। যার ওজন ৫১৫ গ্রাম, উদ্ধারকৃত হেরোইনের মূল্য ৫৫ লাখ টাকা বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হওয়ার সুবাদে পরস্পর যোগসাজশে গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে।
এ ঘটনায় গ্রেফতার দম্পতির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]